ইস্কাটনে জোড়া খুন: সাবেক সংসদ সদস্যের ছেলে রনির জামিন স্থগিত
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় দণ্ডিত বখতিয়ার আলম ওরফে রনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তিনি সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালতে শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন রাখা হয়েছে।
ওই মামলায় ২০১৯ সালের ৩০ জানুয়ারি রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ। রায়ে বখতিয়ার আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চেয়ে তিনি আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ৫ নভেম্বর তাঁকে জামিন দেন।
ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আবেদনটি আজ চেম্বার আদালতে শুনানির জন্য ৭৬ নম্বরে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।
পরে আরশাদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘ওই মামলায় যাবজ্জীবন দণ্ডিত বখতিয়ার আলম রনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আসামিপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড এক দিন সময়ের আরজি জানান। চেম্বার আদালত শুনানির জন্য ১২ নভেম্বর (আগামী মঙ্গলবার) দিন নির্ধারণ করেছেন। সেদিন চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে।’
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার (সিসিটিভি) ভিডিও ফুটেজ থেকে সংসদ সদস্যের পুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাড়ির সূত্র ধরে একই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার রনিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।