সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তাঁর মেয়ে ও শ্যালিকার বিরুদ্ধে মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তাঁর মেয়ে সুমাইয়া হোসেন ও শ্যালিকা সৈয়দা হক মেরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ২৬ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৪৬১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আমির হোসেন আমুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ১৪টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
মো. আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আমির হোসেনের মেয়ে সুমাইয়া হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ১৮টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৬৪২ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
এদিকে আমির হোসেনের শ্যালিকা সৈয়দা হক মেরী বিরুদ্ধে মামলায় জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক সূত্র বলছে, তাঁর ১৩টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬৮ লাখ ৪১৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।