হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলেই লিভ টু আপিল, আপাতত কোটা থাকছে না: অ্যাটর্নি জেনারেল
সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধাসহ বিদ্যমান কোটা বাতিলসংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নিয়মিত লিভ টু আপিল করা হবে। এমনটাই বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
হাইকোর্টের রায়ের সিদ্ধান্ত ও নির্দেশনাসংবলিত অংশ প্রকাশ বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি প্রকাশিত হয়েছে, অনুলিপি পাইনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশ না করে কোনো অংশ প্রকাশের সুযোগ নেই। পূর্ণাঙ্গ রায় এখনো পাইনি, পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা যাবে না।’
গতকাল বুধবার আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়ে শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন রেখেছেন। এ তথ্য উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ সময় হাইকোর্টের রায় কার্যকর হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। তাই আপিল বিভাগ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর করা যাবে না। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে লিভ টু আপিল করা হবে। ফলে কোটা আপাতত কার্যকর থাকছে না।’