শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস

আন্দালিব ইলিয়াসছবি: সংগৃহীত

আন্দালিব ইলিয়াসকে শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি কলম্বোতে তারেক মো. আরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা আন্দালিব ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আন্দালিব ইলিয়াস কলকাতার আগে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় দুই মিশন ছাড়াও ব্রাসেলস ও ম্যানিলায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি সর্বশেষ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের (বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অনু বিভাগ) দায়িত্ব পালন করেছেন।