আওয়ামী লীগ নেতা ফারুক খান রিমান্ডে

ফারুক খানফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে শামীম (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধানমন্ডি থানায় করা মামলায় ফারুক খানকে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ফারুক খানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মিছিলে হামলা হয়। তখন শামীম গুলিবিদ্ধ হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় গত ৩ অক্টোবর ধানমন্ডি থানায় একটি মামলা হয়। মামলায় আসামির তালিকায় ফারুক খানের নাম রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ফারুক খান গ্রেপ্তার হন। পরে পল্টন থানায় করা আরেকটি মামলায় তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন