নারায়ণগঞ্জে সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাতজনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আল মামুন নামের এক ব্যক্তিকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান হারুন অর রশীদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী শাহীন আল মামুন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ সাতজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে অপহরণ ও মুক্তির দাবির অভিযোগে মামলার আবেদন করেন। আদালতের আদেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বাদী শাহীন সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মামলার অপর আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, সিলেটের আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার, ঢাকার কোতোয়ালি থানার আবদুর রহমানের ছেলে কে এম রুবেল, দক্ষিণ কেরানীগঞ্জের নুর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক, সিদ্ধিরগঞ্জের মৃত আবদুল হাইয়ের ছেলে মহসিন ভূঁইয়া ও নোয়াখালীর মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ। মামলায় অজ্ঞাত হিসেবে আরও সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মামলার অপর আসামিদের সঙ্গে বাদী শাহীন আল মামুনের ব্যবসায়িক লেনদেন নিয়ে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এর জেরে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু থেকে শাহীন আলমকে সাবেক ডিবিপ্রধানের লোকজন অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেন।