সিংড়া উপজেলা নির্বাচন
প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা প্রশ্নে রিট খারিজ
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ঘোষণার কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ‘বেআইনি’ ও ‘অনুনমোদিত’ হস্তক্ষেপের অভিযোগ তুলে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনসহ বিবাদীদের নিষ্ক্রিয়তা প্রশ্নে সিংড়ার মো. আসাদুজ্জামান নামের এক বাসিন্দা ২৪ এপ্রিল রিটটি করেন। রিটের ওপর ২৮ এপ্রিল শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন। এ অনুসারে আজ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি। তিনি প্রথম আলোকে বলেন, ক্রম অনুসারে বিষয়টি আদেশের জন্য উঠলে রিট আবেদনকারীর পক্ষে কোনো আইনজীবীকে দেখা যায়নি। একপর্যায়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন।