আগামীকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে
ঢাকার আকাশে আজ শুক্রবার সকাল থেকে ছিল মেঘের আনাগোনা। তাপমাত্রাও ছিল সহনশীল। এর মধ্যে আগামীকাল শনিবার থেকে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের কোথাও কোথাও ঝোড়ো বাতাসসহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে।
এ ছাড়া আগামীকাল দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙামাটি জেলায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, আজ সবচেয়ে বেশি ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, তারপর ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জে। এ ছাড়া রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর সিলেটের শ্রীমঙ্গলসহ দেশের প্রতিটি জেলায় সামান্য বৃষ্টি হয়েছে।
আগামীকাল চট্টগ্রাম ছাড়া দেশের প্রতিটি জেলার কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবুল কালাম মল্লিক।
কয়েক দিন আগে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। রাজধানীর মহাখালীর শাহিনবাগ এলাকার বাসিন্দা রেজওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, শুক্রবার সারা দিন মেঘাচ্ছন্ন থাকায় গরম লাগেনি। একটা স্বস্তির আবহাওয়া ছিল। বৃষ্টি হোক।