খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল ও আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হলো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে খিলগাঁও থানার পুলিশ আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জুবায়ের আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৩ আগস্ট আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর প্রথমে তাঁকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দফায় ১০ দিনের রিমান্ড শেষে তাঁদের গত ২৪ আগস্ট আদালতে তোলা হয়। সেদিন লালবাগ ও নিউমার্কেট থানার ২টি মামলায় তাঁদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। ১৯ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন ৩ সেপ্টেম্বর। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে গতকাল রোববার পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৪টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭৩টি হত্যা মামলা। অধিকাংশ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম রয়েছে।

সরকার পতনের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।