রাষ্ট্রপতির পদত্যাগসহ আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের মনে এখন প্রশ্ন জাগছে, আমাদের উপদেষ্টা যাঁরা রয়েছেন, তাঁরা কি আওয়ামী লীগের পুনর্বাসনের পথেই হাঁটছেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের কাছে তথ্য রয়েছে, এই আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের পরিকল্পনা করছে। এমনকি তারা বিভিন্ন সংগঠনের নেতাদের হত্যাসহ হামলারও পরিকল্পনা করছে। তাই অবিলম্বে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। এই গণ-অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি। এই গণ-অভ্যুত্থানকে রক্ষা করতে যদি এই সংবিধানকে স্থগিত ঘোষণা করার প্রয়োজন হয়, তাহলে তা-ই করতে হবে। কিন্তু এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এই সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে।