লন্ডনে বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম নিয়ে যৌথ প্রদর্শনী

বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম স্থান পায় লন্ডনের যৌথ প্রদর্শনীতে

যুক্তরাজ্যের লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দেশের বরেণ্য শিল্পীসহ প্রতিভাবান নবীন প্রজন্মের শিল্পীদের শিল্পকর্মের যৌথ প্রদর্শনী। ‘বাংলাদেশ ব্রাশস্ট্রোকস মাস্টার্স অ্যান্ড ম্যাভেরিকস’ নামের এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় উলউইচ ওয়ার্কসের কুপার্স স্টুডিওতে।

গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, পটুয়া কামরুল হাসান, রশীদ চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীরের মতো বরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রবীণ নবীন খ্যাতিমান শিল্পীদের বিভিন্ন মাধ্যমের ৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।

অংশগ্রহণকারী অন্য শিল্পীদের মধ্যে আরও ছিলেন আবদুস শাকুর, ঢালী আল মামুন, ওয়াকিলুর রহমান, ফারেহা জেবা, দিলারা বেগম জলি, বিশ্বজিৎ গোস্বামী, সৈয়দ গোলাম দস্তগীর, কাজী সালাহ উদ্দিন আহমেদ, সমির আহমেদ, রাকিব আহমেদ প্রমুখ।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলাদেশি বরণ্যে শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন
ছবি: সংগৃহীত

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম প্রদর্শনী উদ্বোধন করেন। লন্ডনভিত্তিক রেভল্যুশন গ্যালারি এ প্রদর্শনীর আয়োজন করে। গ্যালারির পরিচালক ফারহাদুল ইসলাম জানান, বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্মের সঙ্গে লন্ডনের বাঙালিদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি তাদের প্রথম প্রদর্শনী। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের আরও প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।