আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২৪ মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিককে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ২৩ জন মুক্তিযোদ্ধা ও একজন ভাষা সৈনিককে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেটের মুরারিচাঁদ কলেজের হোস্টেল প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা ও এক ভাষাসৈনিককে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় সিলেটের মুরারিচাঁদ কলেজের হোস্টেল প্রাঙ্গণে বিজয় বাংলার আয়োজনে ভাষাসৈনিক সম্মাননা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিঠু তালুকদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এটি যৌথভাবে সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মনোজ কাপালী এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরা একমাত্র জাতি, যে জাতি তাদের নিজেদের ভাষাকে প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। এই ভাষার জন্য সালাম, রফিক, জব্বারসহ আমাদের অনেক ভাই প্রাণ দিয়েছেন। তাঁদের কারণেই আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পেরেছি। তাঁদের শুধু ২১ ফেব্রুয়ারির দিনে নয়, সব সময় স্মরণে রাখতে হবে।’ অনুষ্ঠানে ২৩ বীর মুক্তিযোদ্ধা এবং এক ভাষাসৈনিককে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, রোকেয়া বেগম, চিত্তরঞ্জন দেব, সিলেটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক এলাহী, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান চৌধুরী, মুহাম্মদ ছানাওর, আবদুর রশিদ, রজনী দাশ, পান্না লাল রায়, মো. ফজলুর রহমান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম আলী, নিবারণ চন্দ্র দাস তালুকদার, মুজিবুর রহমান, মঈন উদ্দিন, জহুর আলী, দীনেশ চক্রবর্তী, মো. কুটি মিয়া, প্রদীপ কুমার সিংহ, মো. শাহাব উদ্দিন, উস্তার আলী, মনোরঞ্জন চন্দ, কার্তিক রায়, গেদু রায় দাস। অনুষ্ঠানে ভাষাসৈনিক মো. আবদুল আজিজের পক্ষে সুমনা আজিজ সম্মাননা গ্রহণ করেন।  

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা ছাড়াও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সদস্যসচিব মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, ছাত্রলীগের সাবেক গণযোগাযোগবিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।