জলেরধারার আয়োজনে শুক্রবার থেকে চিত্রমেলা

আঁকা শেখার প্রতিষ্ঠান জলেরধারা ফাইন আর্টসের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে ‘চিত্রমেলা’ শীর্ষক সমকালীন শিল্পকলার এক বিশেষ যৌথ প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিকেল পাঁচটায় ২/৬ ব্লক-সি, লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। বিশিষ্ট শিল্পী বীরেন সোমের পরিচালনা ও তরুণ প্রজন্মের শিল্পী সোহাগ পারভেজের তত্ত্বাবধানে জলেরধারার কার্যক্রম শুরু হয়েছিল ২০১০ সালে।

এই প্রদর্শনীতে শিল্পী আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান থেকে তরুণ প্রজন্মের মোট ৯০ জন শিল্পীর ৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। এতে রয়েছে জলরং, অ্যাক্রিলিক, রেখাচিত্র, ছাপচিত্র, মিশ্রমাধ্যম, চারকোলসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম।

প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা অবধি। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।