বিএনপিতে অনুপ্রবেশে সহযোগিতা করলে দলে থাকতে পারবে না: আমিনুল হক
দলে কোনো অনুপ্রবেশকারীকে সহ্য করা হবে না জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এ ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, যাঁদের হাত ধরে এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পাবে, তাঁদের নামে প্রমাণ পাওয়া গেলে তাঁরা দলে থাকতে পারবেন না।
আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরখান থানার শাহ কবির মাজার প্রাঙ্গণে উত্তরখান থানা বিএনপি আয়োজিত এক কর্মিসভা ও কর্মশালায় আমিনুল হক এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আমিনুল আরও বলেন, ‘আপনাকে যদি দল থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে আপনি যে ১৭ বছর ধরে কষ্ট করেছেন, তা কিন্তু একনিমেষেই শেষ হয়ে যাবে। আমরা সেটা চাই না। বাংলাদেশে দেড় দশক ধরে আওয়ামী লীগ যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, সেটা একমুহূর্তের জন্য আপনারা ভুলবেন না। গত ৫ আগস্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন আর কারা ছিলেন না, আমরা কিন্তু সবাইকে চিনি। আর রাজপথে থেকে যাঁরা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাঁদের দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।’
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তাঁর নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলন–সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
কর্মশালায় রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নেতা-কর্মীদের সামনে উপস্থাপন করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় কর্মশালা শেষ হয়।
কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান। উত্তরখান থানা বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ প্রমুখ।