কিশোর গ্যাং নেতা গোলাম রসুলের আরেক অনুসারী কারাগারে

চট্টগ্রাম আদালত ভবনফাইল ছবি

চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা গোলাম রসুল ওরফে নিশানের এক অনুসারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম ইউসুফ বাবু (২৮)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীর আইনজীবী রাসেল সরকার প্রথম আলোকে বলেন, দন্ত চিকিৎসক কুরবান আলী হত্যা মামলায় আসামি ইউসুফ বাবু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইউসুফ বাবু কিশোর গ্যাং নেতা গোলাম রসুল ওরফে নিশানের অনুসারী।

গোলাম রসুল ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি। তিনি নিজেকে পরিচয় দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে। নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় তাঁর বাড়ি। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। দন্ত চিকিৎসক কুরবান আলী হত্যা মামলায় ইউসুফ বাবু আসামি। গোলাম রসুল তাঁর এক অনুসারী আরিফুল্লাহসহ গতকাল বুধবার আত্মসমর্পণ করে কারাগারে যান।

গত ৫ এপ্রিল নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় দন্ত চিকিৎসক কুরবান আলীকে পিটিয়ে আহত করেন গোলাম রসুলের কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলে আলী রেজাকে বাঁচাতে এসে তিনি হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল চিকিৎসক কুরবান আলী মারা যান। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে আকবর শাহ থানায় হত্যা মামলা হয়। এরপর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন মো. সামি, মো. রিয়াদ ও আকবর। ঘটনার পর পুলিশ গোলাম রসুলের একটি টর্চার সেলেরও সন্ধান পায়।

মামলার বাদী ও নিহতের ছেলে আলী রেজার অভিযোগ, জামিনে এসে আসামিরা এলাকায় মহড়া দিচ্ছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় আছেন। এ ঘটনায় তাঁরা থানায় জিডি করেছেন।