ব্যবসায়ী আদম তমিজী কারাগারে

আদম তমিজী হকছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ব্যবসায়ী আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ ডিসেম্বর আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিনই তাঁকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়। এর পর থেকে তিনি সেখানেই ছিলেন।

আজ দুপুরে আদম তমিজী হককে দক্ষিণখান থানায় করা এই মামলায় আদালতে হাজির করে একটি প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ আদালতকে বলেছে, আদম তমিজী হককে ৩ জানুয়ারি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল বোর্ডের সামনে হাজির করা হয়। বোর্ড তাঁকে জিজ্ঞাসাবাদ করে ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে তাঁকে পুনরায় রিহ্যাবে পাঠায়। মেডিকেল বোর্ডের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, তমিজী গুরুতর মানসিক রোগে ভুগছেন। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া জরুরি। সতর্কতার সঙ্গে তাঁকে আদালতে উপস্থিত করা যেতে পারে বলে মেডিকেল প্রতিবেদনে বলা হয়।

পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মোজাফ্ফর আলী বলেন, আদম তমিজীর জামিন চেয়ে আবারও আবেদন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি জামিন শুনানি ও চিকিৎসা বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

আরও পড়ুন