রাস্তায় পানি, বান্দরবানের পর কক্সবাজারের সঙ্গেও চট্টগ্রামের যান চলাচল বন্ধ
বান্দরবানের পর চট্টগ্রাম থেকে কক্সবাজারের যান চলাচলও আজ মঙ্গলবার বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই দুই জেলার যাত্রীরা।
কয়েক দিনের বৃষ্টিতে যোগাযোগের দুটি সড়কই পানিতে তলিয়ে গেছে। দুই জেলার যাত্রীরা নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল ও কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় ভিড় করেছেন। তাতেও সুবিধা করে উঠতে না পেরে অনেকে বিমুখ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন।
আজ মঙ্গলবার তৃতীয় সেতু এলাকা থেকে কক্সবাজার ও বান্দরবানের উদ্দেশে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। শুধু দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলামুখী গাড়ি চলছে। ওই দুই জেলার অনেকে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় উপজেলামুখী গাড়িতে উঠে যাচ্ছেন। কিন্তু সড়কের পানি মাড়িয়ে শেষ পর্যন্ত বান্দরবান ও কক্সবাজার পৌঁছাতে পারবেন কি না জানেন না তাঁরা।
সেতু এলাকায় দেখা হয় কক্সবাজারের বাসিন্দা আবদুল হালিমের সঙ্গে। তিনি বলেন, ‘বাড়ি যাওয়া খুব দরকার। কিন্তু এখানে এসে শুনি পানি উঠে সড়ক বন্ধ হয়ে গেছে। তাই চিন্তায় পড়ে গেছি। চন্দনাইশ পর্যন্ত কোনোরকমে গিয়ে তারপর কীভাবে যাওয়া যায় দেখব।’
একইভাবে বান্দরবানের যাত্রী মইনুল হোসেন সেতু এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
গতকাল সোমবার থেকে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে কক্সবাজারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চন্দনাইশের হাশিমপুর, সাতকানিয়া কেরানীহাটের পরে, বান্দরবান সড়কের বাজালিয়া এলাকায় পানি উঠে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি জিবরান মো. সায়েক বলেন, পানি ওঠার কারণে যান চলাচল কার্যত বন্ধ। কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে।