চট্টগ্রামে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা উদ্বোধন
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সম্প্রতি চট্টগ্রামে নতুন শাখা চালু করেছে শান্তা সিকিউরিটিজ। ‘বলীখেলা জমবে এবার বিনিয়োগের খেলার মাঠে’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার আইয়ুব ট্রেড সেন্টারে শাখাটি উদ্বোধন করা হয়।
নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান, শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক গোলাম আহাদ চৌধুরী, চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলামসহ চট্টগ্রাম পুঁজিবাজারের স্বনামধন্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি