অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায়
অস্ট্রেলিয়া বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুর। আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।
এরপর বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী জাতীয় নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ হবে। আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা পুরোপুরি প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানতে চেয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি করা ইসির কাজ কি না। জবাবে আমরা বলেছি, সেটা আমাদের দায়িত্বের পরিধিভুক্ত নয়।
সিইসি বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানতে চেয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি করা ইসির কাজ কি না। জবাবে আমরা বলেছি,সেটা আমাদের দায়িত্বের পরিধিভুক্ত নয়।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অংশগ্রহণমূলকের ব্যাপারে আমরা উদ্যোগ নেব না। এটা রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট থেকে থাকলে তারা আলাপ–আলোচনার মাধ্যমে নিরসন করবে। আমরা মাঝখানে মধ্যস্থতা করতে পারব না।’ তবে গ্রহণযোগ্যতার জন্য অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন সিইসি। তিনি বলেন, ‘আগেও আমরা সব দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান করেছি, এখনো করে যাচ্ছি।’
নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে যথাসাধ্য চেষ্টা করবে ইসি জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা আবেদন করব, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন, দেখুন নির্বাচনটা কেমন হয়।’