চুয়েটে গ্রাফিতি-দেয়াললিখনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদ

শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চুয়েটজুড়ে প্রতিবাদী গ্রাফিতিছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় ক্যাম্পাসজুড়ে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি। নানা দেয়াললিখনের মধ্য দিয়ে তোলা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ বেশ কিছু দাবি।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এসব দেয়াললিখন ও গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, নিজেদের সংগৃহীত কিছু টাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় রংতুলি কিনে তাঁরা এসব দেয়াললিখন ও গ্রাফিতি এঁকেছেন।

শিক্ষার্থীদের দেয়াললিখনের মধ্যে রয়েছে ‘হামার বেটাক মারলু কেনে?’, ‘ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি/ উর্দু থাকত রাষ্ট্রভাষা, উর্দু থাকত বুলি’, ‘একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার’, ‘বুকের ভিতর দারুণ ঝড়/ বুক পেতেছি গুলি কর’, ‘তুমিও মানুষ, আমিও মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায়’, ‘সামনে আসছে ফাগুন/ আমরা হব দ্বিগুণ’, ‘তুমি কে, আমি কে, বিকল্প বিকল্প’, ‘মেধা শহীদ’, ‘নো স্টুডেন্ট পলিটিকস ইন চুয়েট’।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাইসা শারমিন মুর্তজা প্রথম আলোকে বলেন, ‘দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিষ্ঠুর নিপীড়ন ও নির্যাতন, গণহত্যার প্রতিবাদ এবং গণতান্ত্রিক মতামতের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদস্বরূপ আমাদের এই গ্রাফিতি কর্মসূচি।’

কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের আরেক শিক্ষার্থী আদিল রায়হান বলেন, ‘সম্প্রতি আমাদের ভাইবোনদের হত্যা, আটক, গ্রেপ্তারসহ শিক্ষকদের অবমাননার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের মুক্তির দাবি নিয়ে রংতুলি হাতে নিয়েছি। অহিংস প্রতিবাদের ভাষা হিসেবে আমরা গ্রাফিতি ও দেয়াললিখনের মাধ্যমে আমাদের মতামত ও কণ্ঠস্বরকে স্পষ্ট করার চেষ্টা করেছি।’