দোহাজারী–কক্সবাজার রেলপথে শুরুতে চলবে দুটি ট্রেন

দোহাজারী-কক্সবাজার পথে ট্রেন
ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল ১ ডিসেম্বর শুরু হচ্ছে। শুরুতে ঢাকা ও চট্টগ্রাম থেকে একটি করে দুটি ট্রেন চলবে। সময়সূচি ও ভাড়া চূড়ান্ত করা হয়েছে।

গত শনিবার দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার দীর্ঘ রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলবে বিরতিহীন ট্রেন। কমলাপুর স্টেশন থেকে আন্তনগর ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এই ট্রেন শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। এরপর সরাসরি চলে যাবে কক্সবাজার।

সেখানে পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে। একইভাবে কক্সবাজার থেকে ছাড়বে বেলা ১টায়, আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ভাড়া ৭৭১ থেকে ১ হাজার ৭২৫ টাকা।

এই বিরতিহীন আন্তনগর ট্রেনটিতে ১৮টি কোচ থাকবে। আসন ৭৭৯ থেকে ৮২৪টি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে প্রতিদিন সকাল ৭টায় ট্রেন চলাচল করবে। ট্রেনে কোচ ১৫টি। এটি পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। আর কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টায়। ভাড়া ২০৫ থেকে ৬৯৬ টাকা।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম নতুন রেলপথে দুটি আন্তনগর ট্রেন চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।