ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে পর্যালোচনা সভার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর এ.টি.এম হায়াতুজ্জামান খান, বর্তমান ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ সরকার, পরিচালক মোহাম্মদ হানিফ, আবদুল্লাহ্ আল-আহসান, মির্জা ইয়াসির আব্বাস, রাখি দাশ গুপ্তা, সাবেক পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ।
এ ছাড়াও ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম শাহনেওয়াজ, এ এম এম মঈন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ, আখলাকুর রহমান, দারাশিকো খসরু, শেখ আব্দুল বাকির ও ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আরহাম মাসুদুল হক উপস্থিত ছিলেন।