থানা থেকে লুট অস্ত্র–গোলা-বারুদ র্যাব কার্যালয়ে ফেরত দেওয়ার অনুরোধ
দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হয়ে যাওয়া কিংবা হারানো অস্ত্র ও গোলা-বারুদ নিকটবর্তী র্যাব কার্যালয় বা ব্যাটালিয়নে ফেরত দিতে অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়।
দেশে উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েক দিনে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানা-ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় অনেক পুলিশ সদস্য মারা গেছেন। লুট হয়ে গেছে অনেক অস্ত্র ও গোলা-বারুদ।