বিএনপির আলালের পাঁচ দিনের রিমান্ড
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন আলালকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
রিমান্ড শুনানিতে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তিনি অসুস্থ। কিডনির সমস্যা রয়েছে। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে আদালত যেন তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। আজ বুধবার তাঁকে আদালতে হাজির করা হয়।
এর আগে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।