সীমিত আকারে পেশাগত কাজ করার সুযোগ চান আইনজীবী এহসানুল হক সমাজী

আইনজীবী এহসানুল হক সমাজীছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হিসেবে সদ্য নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী সীমিত পরিসরে নিজের পেশাগত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ প্রত্যাশা করেছেন। তিনি উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ফৌজদারি মামলা লড়ার ক্ষেত্রে ঢাকার আদালতপাড়ায় খ্যাতি রয়েছে আইনজীবী এহসানুল হক সমাজীর। তিনি বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, ‘সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে আমাকে নিয়োগ দেওয়ায় আমি সরকারকে সাধুবাদ জানাই। তবে প্রজ্ঞাপনে আরোপিত নিয়োগের শর্ত শিথিল করার জন্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আশা করি আরোপিত নিয়োগের শর্ত শিথিল করে আমাকে সীমিত আকারে পেশাকর্মের সঙ্গে যুক্ত থাকার সুযোগ দেবেন।’

সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী আরও বলেন, ‘আমি নিয়োগের চুক্তিপত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করব না।’

এর আগে গত ১৯ ডিসেম্বর এহসানুল হক সমাজীকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানায় মন্ত্রণালয়।

এহসানুল হক সমাজীর এ নিয়োগ চুক্তিভিত্তিক। মেয়াদ এক বছরের জন্য। অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ না করার শর্তে যোগদানের তারিখ থেকে এই মেয়াদ শুরু হবে।