ডিজির কার্যালয় থেকে আবু সালেহ মোস্তফা কামালের অবমুক্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ

হাইকোর্টফাইল ছবি

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া ড. আবু সালেহ মোস্তফা কামাল কোন কর্তৃত্ববলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওএসডির প্রজ্ঞাপন অনুসারে মহাপরিচালকের কার্যালয় থেকে তাঁকে রিলিজ (অবমুক্তি) করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসনসচিব, সমাজকল্যাণসচিবসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। ‘ওএসডি হয়েও পদ ছাড়ছেন না সমাজসেবা অধিদপ্তরের ডিজি’ শিরোনামে গত ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া ড. আবু সালেহ মোস্তফা কামালের সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের পদে থাকা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন গত মাসে রিটটি করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও মো. শফিকুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

পরে আইনজীবী মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে সমাজসেবা অধিদপ্তরের ডিজি আবু সালেহ মোস্তফা কামালকে ওএসডি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়। ওএসডি হওয়া সত্ত্বেও তিনি এখনো সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। তাই মহাপরিচালক হিসেবে তার পদে থাকার বৈধতা নিয়ে রিটটি করা হয়। আদালত রুলসহ আদেশ দেন। ওএসডি হওয়া আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে সরিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসনসচিব, সমাজকল্যাণসচিবসহ তিন বিবাদীকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের ভাষ্য, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার বদলি বা পদায়ন করা পদ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা।