‘অনুস্মৃতি’ প্রদর্শনী
স্মৃতির অনুষঙ্গ তুলে আনেন শিল্পী সমর মজুমদার
ভূমি গ্যালারিতে গতকাল শুরু হওয়া শিল্পী সমর মজুমদারের প্রদর্শনী ‘অনুস্মৃতি’ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।
শিল্পী সমর মজুমদারের ছবি দেখলে লোকায়ত বাংলার স্মৃতি উঠে আসে। ছবির মধ্য দিয়ে তিনি সরলভাবে রূপময় বাংলাদেশের লোকায়ত জীবনের গল্প বলেন। আর এটি সম্ভব হয় অ্যাবস্ট্রাক্ট ধারার পরিবর্তে ড্রয়িংয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া ও বিষয় নির্বাচনের জন্য। শিল্পী সমর মজুমদারের একক পঞ্চম প্রদর্শনী অনুস্মৃতির উদ্বোধনী অনুষ্ঠানে উঠে এল এ কথা।
রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ভূমি গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে এ প্রদর্শনী। শিল্পী সমর মজুমদারের আঁকা ১০০টি ছবি নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘সমর মজুমদার যে ভঙ্গিমায় নারী ও পুরুষকে উপস্থাপন করেন তা চিরন্তন। তাঁর সব প্রদর্শনীতে থাকে স্মৃতির অনুষঙ্গ।’
শিল্পীর কাজ নিয়ে সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, ‘সমর মজুমদারের আঁকার শক্তি দুটি জায়গায়। বিমূর্তের পরিবর্তে দক্ষ ড্রয়িং করেন এবং ছবি আঁকার বিষয় নির্ধারণ। চিরায়ত বাংলার লোকজীবনের ছবি আঁকেন। এতে মানুষ সহজেই নিজের উৎসের সঙ্গে সম্পর্ক খুঁজে পায়।’ তাঁর ছবি বাংলাদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করবে বলে উল্লেখ করেন তিনি।
শিল্পী সমর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ছবিগুলো কাগজের ওপর পোস্টার রং দিয়ে আঁকা। আমি সব সময় চেষ্টা করি যেকোনো প্রদর্শনীতে একই ধারার ছবির রাখতে। যাতে ছবির মেজাজ বজায় থাকে। দর্শক যেন হঠাৎ বিচ্যুত না হয়ে যান।’
ভূমি গ্যালারির পক্ষ থেকে সাইফুর রহমান বলেন, এই শিল্পী সহজে অনেক বড় গল্প আঁকেন। তাঁর আঁকা দেখে নবীন শিল্পীরা শিখবেন। স্বাগত বক্তব্যে শিল্পাঙ্গনের পক্ষ থেকে রুমি নোমান বলেন, ‘সমর মজুমদারের ছবি দেখলে ভালো লাগে। তাঁর ছবি আকার ধারা আমাদের তৃপ্ত করে। কারণ, এটা মূলতই ড্রয়িং।’ ভূমি গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে শুরু হওয়া প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী বীরেন সোমসহ আরও অনেক গুণীজন।
‘অনুস্মৃতি’ প্রদর্শনীতে আসা দর্শকেরা বলছিলেন, এই ছবিগুলো তাঁদের সামনে লোকজীবনের স্মৃতির দুয়ার খুলে দিচ্ছে। রঙে আর রেখায় বাংলার মুখকেই বারবার তুলে এনেছেন শিল্পী। প্রদর্শনী ঘুরে দেখা গেল, শিল্পী এঁকেছেন নারীর চিঠি লেখার সময়, সন্তানকে বুকে নিয়ে ভালোবাসার মুহূর্ত অথবা গ্রামর মানুষ সদলবল মেলায় চলেছে এমন সব দৃশ্য। ভূমি গ্যালারিতে শুরু হওয়া শিল্পী সমর মজুমদারের প্রদর্শনী ‘অনুস্মৃতি’ চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য।