রাজশাহীতে নাবিল গ্রুপের এমডির স্থাবর সম্পদ জব্দের আদেশ
নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের নামে থাকা আরও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রীর নামে থাকা যেসব জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো রাজশাহীতে। এ ছাড়া নাবিল ফার্মা, নাবিল নাবা ফুডস ও আনোয়ার ফিডের নামে কেনা জমিও জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৯ মার্চ আমিনুল ইসলাম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া আমিনুল ইসলামের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছিল।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আমিনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও ঘুষ–দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি ৯৪ লাখ টাকা জমা রয়েছে বলে দুদক জানিয়েছে।