বিটিভিতে ১৭টি দলের ইশতেহার প্রচার, বৃহস্পতিবার আ.লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ১৭টি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার প্রচার হয়েছে। শেষ দিনে আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রচার করা হবে।
৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। শুক্রবার সকাল আটটায় শেষ হবে নির্বাচনী প্রচার।
বিটিভি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে যেসব দলের যাঁরা বিটিভিতে ইশতেহার প্রচার করেছেন তাঁরা হলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় গণফ্রট চেয়ারম্যান মো. জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠনপ্রধান আবু লায়েস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহম্মদ, বাংলাদেশ পিপলস্ পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ শাহজাদা সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব খাজা মো. আরিফুর রহমান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহমদ (বকুল)।