আদালত অবমাননা: আইনজীবী মহসিন রশিদ ও সাংবাদিক কনক সারোয়ারকে তলব

সুপ্রিম কোর্টফাইল ছবি

বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই দুজনকে ২১ জুলাই সকাল ৯টায় আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আইনজীবী মহসিন রশিদকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, যা গত ২৬ জুন আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই দিন নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। শুনানিতে গত ২১ জুন এক টক শোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে মহসিন রশিদ ও কনক সারোয়ারের এ-সংক্রান্ত বক্তব্যের ভিডিওর অংশবিশেষ আদালতকক্ষে সংযুক্ত স্ক্রিনে দেখানো হয়। শুনানি নিয়ে আদালত ভিডিও অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন।

পরে আইনজীবী তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইংল্যান্ড ও ওয়েলসের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দীন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলায় সম্প্রতি রায় হয়। মঈনুদ্দীনের মানহানির মামলাটি চলবে বলে রায়ে এসেছে। এ নিয়ে সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টক শো করেন।সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ। টক শোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আপিল বিভাগ আজ আদেশ দেন।