অপচেষ্টা রুখে দিতে সহায়তার জন্য যুক্তরাজ্যের বন্ধুদের প্রশংসা করলেন পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রূপা হকসহ সফররত ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) প্রতিনিধিদল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেনছবি: ইউএনবি

বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা ব্যর্থ করে দিতে ভূমিকা রাখা যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্যদের প্রশংসা করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্কের কথাও উল্লেখ করেছেন তিনি।

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রূপা হকসহ সফররত ইউকে–বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) প্রতিনিধিদল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে তিনি ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ গ্রহণের আহ্বান জানান। সম্পর্ককে আরও জোরদার করার জন্য উদ্ভাবনী ভাবনা নিয়ে এগিয়ে আসতেও তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।

রূপা হক বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনার ওপর আলোকপাত করেন। বিশেষ করে এদেশে বিপুলসংখ্যক তরুণ থাকার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন তিনি।

একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের আশা প্রকাশ করেন রূপা হক। বাংলাদেশের রপ্তানি পণ্যে আরও বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের চিংড়িশিল্পের সম্ভাবনার কথাও তুলে ধরেন। বাংলাদেশে শ্রম অধিকার ও আইনের উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন ব্রিটিশ এমপি রূপা হক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈঠক আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতার আত্মত্যাগের কথা তুলে ধরেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীন চলমান প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কারের কথাও উল্লেখ করেন তিনি।