নোয়াখালীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ঢাকা শহরের প্রতিটি বাড়িতে, ঘরে ঘরে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাঁশের লাঠি প্রস্তুত করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নামলেই সেই লাঠি দিয়ে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
গতকাল শনিবার রাতে নোয়াখালীর জেলা শহর মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশে আবদুল হান্নান মাসুদ এ কথাগুলো বলেন। আজ রোববার ঢাকার জিপিও-সংলগ্ন শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশ করে। এর আগে জিলা স্কুলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে আবদুল হান্নান মাসুদ বলেন, ‘ছাত্র-জনতাকে বলব, সারা দেশের মতো নোয়াখালীতেও প্রস্তুত থাকুন এসব সন্ত্রাসীকে প্রতিহত করার জন্য। আগামীর বাংলাদেশের সিদ্ধান্ত ঢাকা থেকে হবে, দিল্লি থেকে নয়।’
কর্মসূচিতে এ ছাড়া বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সমন্বয়ক আরিফুল ইসলাম। এদিকে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাতে জেলা শহর মাইজদী এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম আজ সকালে প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ কোনো সংগঠনের পক্ষে কেউ কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করলে তাঁদের কঠোর হাতে দমন করা হবে। গতকাল থেকেই জেলা পুলিশ জেলায় নজরদারি বাড়িয়েছে, যাতে কর্মসূচি পালনের নামে কেউ কোনো বিশৃঙ্খলার সুযোগ না পান। জেলার গুরুত্বপূর্ণ স্থানে এরই মধ্যে পুলিশের টহল বাড়ানো হয়েছে।