এসিতে যত প্রযুক্তি
এয়ারকন্ডিশনার (এসি) এখন শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র নয়; বরং এটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যকর বাতাস, বিদ্যুৎ সাশ্রয়, দ্রুত কুলিং ও স্মার্ট নিয়ন্ত্রণ সুবিধা প্রদান করছে। বাজারে গ্রী, ট্রান্সটেক, সিঙ্গার, মিডিয়া, মিনিস্টার, ভিশন, ওয়ালটনসহ বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন উন্নত প্রযুক্তির এসি সরবরাহ করছে, যা গ্রাহকের জীবনকে আরও আরামদায়ক করছে।
পরিষ্কার ও স্বাস্থ্যকর বাতাসের প্রযুক্তি
বিভিন্ন এসিতে অটো ক্লিন প্রযুক্তি দেখা যায়। গ্রী ব্র্যান্ডের এসিতে এই প্রযুক্তি ব্যবহারের ফলে এসির ভেতরের ধুলো ও জীবাণু দূর করে, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। ইলেকট্রো মার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন বলেন, ‘আমাদের বিভিন্ন এসিতে আর৩২ গ্যাস ব্যবহার করা হয় বলে কার্বন কম নিঃসরণ হয়। গ্রী এসিতে কোল্ড প্লাজমা প্রযুক্তি ব্যবহার করা হয়; যা অ্যালার্জেন ও দূষিত কণা ধ্বংস করে, যা শ্বাসকষ্ট ও অ্যালার্জির ঝুঁকি কমায়। গ্রী এসিতে টপ মাউন্টেড ফিল্টার ব্যবহার করা হচ্ছে, যা বাতাস থেকে ধুলা ও ক্ষতিকর কণা আলাদা করে, যা বিশেষভাবে শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য উপকারী। গ্রীর বিভিন্ন এসিতে ফোর-ওয়ে এয়ার সুইং ও থ্রিডি এয়ার ফ্লো প্রযুক্তি দেখা যায়। এই প্রযুক্তি বাতাসকে চারদিকে ছড়িয়ে দেয়, যাতে ঘরের প্রতিটি অংশ সমানভাবে ঠান্ডা হয়।
বিভিন্ন এসিতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি শুধু ঘর ঠান্ডা করে, ঘরের পরিবেশ আরামদায়ক করে তুলতে এসি নিজেই তার সিস্টেম পরিবর্তন করে নেয়। বিভিন্ন স্মার্ট হিউমিডিটি কনট্রোলার ব্যবহার করা হচ্ছে, যা নিউমোনিয়া ও অন্যান্য অসুস্থতার হাত থেকে বাঁচায়। এ ছাড়া গ্রী এসিতে জি-১০ ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা এসি চালু ও বন্ধ করার সময় কম্প্রেসরের চাপ কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করে। গ্রী এসি লো-ভোল্টেজ স্টার্টআপ প্রযুক্তিযুক্ত। যা কম বিদ্যুৎ–চাপেও কাজ করতে পারে, যা লো-ভোল্টেজ এলাকায় সুবিধাজনক। গ্রী এসিতে ফাস্ট কুলিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে মাত্র ১ মিনিটের মধ্যে ঘর ঠান্ডা করা যাচ্ছে। এ ছাড়া গ্রীর লং ডিসট্যান্স কুলিং সিস্টেমের কারণে এসির বাতাস দীর্ঘ দূরত্বে পৌঁছাতে পারে, যা বড় ঘরের জন্য কার্যকর। স্মার্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রযুক্তি হিসেবে গ্রীতে ইন্টেলিজেন্ট ডিফ্রস্টিং প্রযুক্তি দেখা যায়; যা শীতের দিনে এসির বরফ জমা প্রতিরোধ করে, যা এসির কার্যকারিতা বাড়ায়।
বিদ্যুৎসাশ্রয় প্রযুক্তি
বিদ্যুৎসাশ্রয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন এসি ব্র্যান্ডে। প্রগতি সরণির ওয়ালটন প্লাজার ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, ওয়ালটনের বিভিন্ন এসিতে স্মার্ট এনার্জি কনট্রোল সলিউশনস ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎসাশ্রয়ের জন্য। ওয়ালটনের বিভিন্ন এসিতে ইকো মোড ব্যবহার করা হচ্ছে, যা ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে, যা দীর্ঘ সময় এসি চালানোর ক্ষেত্রে অত্যন্ত উপকারী। ওয়ালটনের ওয়াইড ওয়ার্কিং ভোল্টেজ রেঞ্জ প্রযুক্তির কারণে লো-ভোল্টেজ ও ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের মধ্যেও কাজ করতে পারে, যা লোডশেডিং–প্রবণ এলাকায় কার্যকর। ওয়াল্টন এসিতে এয়ার প্লাজমা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে, ধোঁয়া ও ধুলা সরিয়ে ঘরের বায়ু বিশুদ্ধ করে। ওয়াল্টনের এসিতে ফ্রস্ট ক্লিন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা এভাপোরেটর পরিষ্কার রাখে, ছত্রাক ও ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি কমায় এবং এসির স্থায়িত্ব বাড়ায়।
আধুনিক ইনভার্টার প্রযুক্তি
এখন আধুনিক সব প্রযুক্তিনির্ভর এসি কিনতে আগ্রহী ক্রেতারা। প্রগতি সরণির ট্রান্সকম ডিজিটালের ব্রাঞ্চ ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ট্রান্সটেকের এসিতে ফ্ল্যাশ কুলিং, হাই এফিশিয়েন্সি টিউব প্রযুক্তির উন্নত এসি পাওয়া যাচ্ছে। এ ছাড়া ট্রান্সকম ডিজিটালের শোরুমে ক্যান্ডি ব্র্যান্ডের এসি পাওয়া যায়। যেখানে হাইপার পিসিবি, অ্যান্টি–কোরোশন প্রযুক্তির এসি পাওয়া যায়। এ ছাড়া হিটাচি, ডাইকিন এসি, ওয়ার্লপুল, প্যানাসনিকসহ বিভিন্ন ব্র্যান্ডের এসি পাওয়া যাচ্ছে। এসব এসিতে আধুনিক বিভিন্ন প্রযুক্তির সমন্বয় দেখা যাচ্ছে। এসব এসিতে আধুনিক ইনভার্টার প্রযুক্তি ব্যবহারের কারণে দ্রুত বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। ইনভার্টার প্রযুক্তি কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে। ফলে বিদ্যুৎ খরচ কম হয়। এসব এসিতে স্থিতিশীল তাপমাত্রা রাখতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়; যা গ্রাহকদের তাপমাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। এসব এসির অটোক্লিন প্রযুক্তি স্বাস্থ্যকর বাতাস দেয়।
দ্রুত শীতলীকরণ প্রযুক্তি
সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রযুক্তি এসিতে যুক্ত করা হচ্ছে। প্রগতি সরণির সিঙ্গার প্লাস শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার দেওয়ান মোহাম্মদ ফজলুল কবীর বলেন, সিঙ্গারের বিভিন্ন এসিতে সুপার কোয়াইট টেকনোলজি দেখা যাচ্ছে, যা এসির শব্দ কমিয়ে শান্ত পরিবেশ নিশ্চিত করে, যা পড়াশোনা ও ঘুমের জন্য উপকারী। সিঙ্গার বাংলাদেশের বিভিন্ন শোরুমে আধুনিক ইনভার্টার প্রযুক্তির সিঙ্গার ও বেকো ব্র্যান্ডের এসি পাওয়া যায়। এসব এসিতে আধুনিক ইনভার্টার প্রযুক্তি কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে, যা বিদ্যুৎ খরচ কমায় এবং দীর্ঘ মেয়াদে খরচ সাশ্রয় করে। এসব এসির ইকো মোড সক্রিয় করলে এসি কম বিদ্যুৎ খরচ করে, যা পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ বিল কমায়।
কোন এসি কিনবেন
যাঁরা স্বাস্থ্যকর বাতাস চান, তাঁরা কোল্ড প্লাজমা, এয়ার প্লাজমা, অটোক্লিন সুবিধাযুক্ত এসি কিনতে পারেন। যাঁরা বিদ্যুৎ সাশ্রয় করতে চান, তারা ইকো মোড, স্মার্ট এনার্জি কনট্রোল প্রযুক্তির এসি বেছে নিন। যাঁরা দ্রুত কুলিং চান, তাঁরা টার্বো মোড, ফাস্ট কুলিং প্রযুক্তির এসি কিনুন। যাঁরা স্মার্ট নিয়ন্ত্রণ চান, তাঁরা এআই প্রযুক্তিসহ বিভিন্ন এসি নিতে পারেন। সঠিক প্রযুক্তির এসি বেছে নিন, আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ উপভোগ করুন!