সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের সংঘর্ষে আহত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র নিলয় আহমেদকে হাসপাতালে নিয়ে এসেছেন তাঁর সহপাঠীরা। মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: সাদ্দাম হোসেন

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এতে শতাধিক আহত হন। বিস্তারিত পড়ুন ...

উত্তরায় দম্পতির ওপর রামদা দিয়ে প্রকাশ্যে হামলা, ভিডিও ভাইরাল

ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত ৯টার দিকে, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে
ছবি: ফেসবুকে ছড়ানো ভিডিও থেকে নেওয়া

একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করেছেন। তাঁরা বাঁচার জন্য চিৎকার করছেন, এমন একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

দাবি না মানলে শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের হুমকি

মেট্রোরেল
ফাইল ছবি

দাবি না মানলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। দাবি মেনে নিতে মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের যে বিশ্বাসঘাতকতায় পুতিন এখন আরও সাহসী

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট যেন এখন পুতিনের হাতের পুতুল।
ফাইল ছবি

গ্রাহাম গ্রিনের ১৯৫৫ সালের উপন্যাস ‘দ্য কুইয়েট আমেরিকান’-এ একজন সিআইএ এজেন্টের নাম অলডেন পাইল। পাইল মনে করে যে ভিয়েতনাম সংঘাতের সমাধান তার হাতের মুঠোয়। কিন্তু তার অজ্ঞতা, অহংকার ও ষড়যন্ত্র শান্তি আনার বদলে কেবল নিরীহ মানুষের মৃত্যুর কারণ হয়। সে নিজেও মারা যায়। আজকের পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প যেন সেই পাইল। তবে তাঁর শোরগোল অনেক বেশি। বিস্তারিত পড়ুন...

ভারতের ৪০ বছর আগের রেকর্ড ভেঙে দিল যুক্তরাষ্ট্র

৫ উইকেট নেন যুক্তরাষ্ট্রের স্পিনার নস্টথুশ কেনজিগে
আইসিসি

আল আমেরাতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-টুয়ের ম্যাচে ওমানকে ৫৭ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আসল ঘটনাটা অন্য জায়গায়, আগে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্র করেছিল মাত্র ১২২ রান। পূর্ণদৈর্ঘ্যের (ওভার কমানো হয়নি) ওয়ানডেতে এত অল্প রান করেও জয়ের নতুন রেকর্ড এটি। বিস্তারিত পড়ুন...