চট্টগ্রামে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ছয়জনের গায়েবানা জানাজা আজ বুধবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়ছবি: জুয়েল শীল

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ছয়জনের গায়েবানা জানাজা বুধবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সকালে নগরের অক্সিজেন মোড়ে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়কারীরা। কিন্তু দুই ঘণ্টা পর দুপুর ১২টায় স্থান পরিবর্তন করে লালদীঘি মাঠে গায়েবানা জানাজা ও মিছিল হবে বলে জানানো হয়।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে সম্প্রতি আন্দোলন শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এই আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হন। এর মধ্যে সবচেয়ে বেশি তিনজন নিহত হন চট্টগ্রামে।

গায়েবানা জানাজায় অংশ নিতে বেলা সাড়ে তিনটা থেকেই শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছোট ছোট দলে লালদীঘির ময়দানে জড়ো হন। জানাজার আগে বিকেল পৌনে পাঁচটার দিকে বকশি বিটের দিক থেকে রিকশায় মাইক বেঁধে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী লোকজন আসতে শুরু করেন।

এ সময় আন্দোলনকারীদের পক্ষে কয়েকজন বক্তব্য দেন। কিন্তু তাঁদের নাম প্রথমে জানাতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আলোচনার মাধ্যমে তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

বিকেল সোয়া চারটার দিকে পুলিশের একটি সাঁজোয়া যান লালদীঘি মাঠের পাশের সড়কে আসতে চাইলে বাধা দেওয়া হয়। তখন তড়িঘড়ি জানাজা শেষ করে মিছিল নিয়ে চলে যান অংশগ্রহণকারীরা। মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের পেছনে ছিল পুলিশের বিশাল এক বহর। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে গায়েবানা জানাজা ও মিছিল শেষ হয়েছে।