সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ জুলাই, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আপিল বিভাগের আদেশের পর কী দাঁড়াল: কোটা আছে কি নেই

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা
ফাইল ছবি

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এ আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। বিস্তারিত পড়ুন...

অসুস্থ মেয়ের জন্য প্রধানমন্ত্রী আগেভাগেই বেইজিং থেকে ফিরছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার বেইজিংয়ে
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশের পথে যাত্রা করার কথা ছিল। অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে বুধবার রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। বিস্তারিত পড়ুন...

গ্রামে বিলাসবহুল বাড়ি, খামার-বাগান, মসজিদ-মার্কেট কী করেননি আবেদ আলী

মাদারীপুরের ডাসার উপজেলায় আবেদ আলীর আলিশান বাড়ি। মঙ্গলবার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে
ছবি: প্রথম আলো

মাত্র আড়াই বছরে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে ১০ একরের বেশি জমি কিনেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী (৬০)। প্রায় ১ একর জমির ওপর বানিয়েছেন তিনতলাবিশিষ্ট বিলাসবহুল বাড়ি। বাড়ির পাশেই করেছেন মসজিদ, আমবাগান, গরুর খামার ও মার্কেট। বিস্তারিত পড়ুন...

কোটা বহাল বা বাতিল কি আদালতের সিদ্ধান্তের বিষয়

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের টানা বিক্ষোভ চলছে। রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা
ছবি: প্রথম আলো

২০১৮ সালে শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল সরকার। সম্প্রতি হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমেছেন। কোটা বহাল রাখা কিংবা বাতিল করা কি আদালতের সিদ্ধান্তের বিষয়? সংবিধানের আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন জাহেদ উর রহমান। বিস্তারিত পড়ুন...

আড়াই কোটি রুপি ফিরিয়ে দিলেন দ্রাবিড়

কোচ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়
বিসিসিআই

ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচ রাহুল দ্রাবিড় অন্যদের তুলনায় বেশি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচ দ্রাবিড়ের জন্য পাঁচ কোটি রুপি বোনাস বরাদ্দ করেছিল। আর সহকারী কোচ হিসেবে থাকা অন্যদের জন্য বরাদ্দ রাখা হয় আড়াই কোটি রুপি করে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন