সংস্কার কমিশনের কারিগরি সহায়তা লাগলে দেবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়ছবি: আশরাফুল আলম

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রয়োজন হলে ‘টেকনিক্যাল সাপোর্ট’ (কারিগরি সহায়তা) দেবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক সমাজের ওপর জোর দিয়েছেন।

দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে
ছবি: আশরাফুল আলম

বৈঠক প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনপ্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথাই উঠে এসেছে। গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বৈষম্যবিরোধী চেতনায় ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতিগতসহ অন্যান্য বৈচিত্র্য নির্বিশেষে সম–অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন।

আরও পড়ুন
আরও পড়ুন