ডিআইইউর ১০ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা
‘সাংবাদিকতা করার দায়ে’ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়রের উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা করার দায়ে ১০ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা রয়েছেন। সাংবাদিকতা করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনা অপরাধ। এমন অন্যায় কিছুতেই সহ্য করা হবে না৷
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিকৃষ্ট কাজ করেছে। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে উপাচার্যের কার্যালয় ও বাসভবন ঘেরাও করা হবে।
ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবশ্যই অনিয়ম হচ্ছে। এ জন্য সাংবাদিকদের সাংবাদিকতা করতে দিচ্ছে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী বলেন, বিশ্ববিদ্যালয়কে দেশের প্রচলিত আইন অনুযায়ী চলতে হবে। ইউজিসির আইন অনুযায়ী চলবে। অন্যায়ভাবে কাউকে বহিষ্কার করা যাবে না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা, ডিআরইউর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ডিইউজের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাজেদা হক, সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।