ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ডিআরইউর উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

ঢালাওভাবে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায় উল্লেখ করে এ ধরনের ঢালাও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিআরইউ।

শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন। বিবৃতিতে বলা হয়, তিন দফায় মোট ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এ তালিকায় অনেক পেশাদার সাংবাদিকের নাম রয়েছে, যাঁরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

ডিআরইউর বিবৃতিতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণের ভিত্তিতে যে কারও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা রিভিউ করতে পারে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়। এ ধরনের ঢালাও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য বিবৃতিতে আহ্বান জানায় ডিআরইউ। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।