স্থপতি ইনস্টিটিউটের নতুন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাসুদ

আবু সাঈদ এম আহমেদ এবং মাসুদ উর রশিদ

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) নির্বাহী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ উর রশিদ। তাঁরা আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবেন।

বাস্থইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটের দায়িত্ব নেবেন।

বাস্থইয়ের ২৬তম নতুন এ নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি নওয়াজীশ মাহবুব ও মাহফুজুল হক, সহসাধারণ সম্পাদক নওরোজ ফাতেমী, কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান, শিক্ষা সম্পাদক মারুফ হোসেন, পেশা সম্পাদক ওয়াহিদ আসিফ, সদস্যপদ সম্পাদক আহসানুল হক রুবেল, প্রকাশনা ও প্রচার সম্পাদক শফিউল আজম শামীম, সেমিনার ও কনভেনশন সম্পাদক সাইদা আক্তার, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদক কাজী শামিমা শারমিন পরিবেশ ও নগরায়ণ সম্পাদক খুরশীদ জাবিন হোসেন তৌফিক।

এ ছাড়া পরিষদে চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি হিসেবে আছেন ফজলে ইমরান চৌধুরী এবং সর্বশেষ আগের বাস্থইয়ের সভাপতি খন্দকার সাব্বির আহমেদও রয়েছেন।