শিশুদের নিয়ে ঘুরতে যাবেন কোথায়

সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গিয়ে শিশুরা আপনমনে খেলবে, সবুজে মিশবে। ইতিহাস, ঐতিহ্য সম্পর্কেও জানবেফাইল ছবি

ইনডোর অ্যাক্টিভিটি

বাবুল্যান্ডে রঙ–বেরঙের সব খেলনা নিয়ে মেতে উঠে শিশুরা

বাবুল্যান্ড:
ইনডোরে শিশুদের জন্য মজার মজার সব খেলার আয়োজন আছে বাবুল্যান্ডে। পরিষ্কার–পরিচ্ছন্নতা বিবেচনায় শিশু ও অভিভাবকদের মোজা পরে যেতে হবে। তবে বাবুল্যান্ডে ঢোকার আগেও কেনা যাবে মোজা; দাম ৬০ টাকা। অভিভাবকদের বসার পৃথক ব্যবস্থা আছে। বাইরে থেকে খাবার না নেওয়াই ভালো।
খেলার ধরন: কার সিটি, ট্র্যাম্পোলিন, বল পুল, রহস্য গুহা।
খোলা: শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ১০টা।
শনি থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ১০টা।
শুধু মিরপুর–২–এর শাখাটি রোববার বন্ধ থাকে।
টিকিট: অনধিক ৪ ফুট ৩ ইঞ্চি উচ্চতার শিশুদের জন্য টিকিট ৪০০ টাকা। মা–বাবা সঙ্গে থাকতে হবে। অভিভাবকদের জন্য ১৫০ টাকা। ৬ থেকে ১১ মাসের শিশুর জন্য ১৫০ টাকা।
স্থান: রাজধানীর মিরপুর-২ ও ১২, শেওড়াপাড়া, উত্তরা, আজমপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, বাড্ডা, গ্রিনরোড, ধানমন্ডি সীমান্ত সম্ভার ও নারায়ণগঞ্জে বাবুল্যান্ডের শাখা আছে।
ওয়েব ঠিকানা: https://www.babuland.com/
ফেসবুক পেজ: https://www.facebook.com/babulanders
ফোন: ০৯৬৬৬৭২৩৪২৩
তথ্যসূত্র: বাবুল্যান্ডের ওয়েবসাইট

টগি ফান ওয়ার্ল্ড, ঢাকা:
শিশু, কিশোর–কিশোরী, তরুণ–তরুণী থেকে শুরু করে সবার বিনোদনের স্থান এটি। ভিআর থিম পার্ক হিসেবে পরিচিত এটি। ভার্চ্যুয়াল রিয়েলিটি সেট ব্যবহার করে খেলা যায়, এমন অসংখ্য গেম আছে এখানে।

স্থান: ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত।
খেলার ধরন: জাম্পিং হাউস, সিমুলেটর রোলার কোস্টার, জুরাসিক ওয়ার্ল্ড-ভিআর এক্সপিডিশন। আছে বোলিং জোন, রেসিং জোন, কিডস জোন।
প্রবেশ ফি: ১৫০ টাকা। একেক ধরনের গেম খেলতে একেক রকম টাকা লাগে।
খোলা: বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন।
ওয়েব ঠিকানা: https://www.toggifunworld.com/
ফেসবুক পেজ: https://www.facebook.com/toggiFW
মুঠোফোন: ০১৯৬৯–৯০৫৬৬৬
তথ্যসূত্র: টগি ফান ওয়ার্ল্ডের ওয়েবসাইট

নভোথিয়েটার, ঢাকা:
বিনোদনের মাধ্যমে বিজ্ঞানমনস্ক মানুষ গড়ে তোলার লক্ষ্যে নভোথিয়েটারের প্ল্যানেটেরিয়ামে প্রতিদিন থাকে ছয়টি প্রদর্শনীর আয়োজন।
স্থান: রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণি এলাকায়।
সাপ্তাহিক ছুটি: বুধবার
খোলা: সপ্তাহের বাকি ছয় দিনই খোলা। প্রতিদিন ছয়টি করে প্রদর্শনী হয়। প্রদর্শনী শুরু হয় শুক্রবার সকাল ১০টা থেকে। অন্যান্য দিন সকাল সাড়ে ১০টা থেকে। দেড় থেকে দুই ঘণ্টা অন্তর একেকটি প্রদর্শনী চলে।
প্রবেশ টিকিট: ৩০ টাকা
প্ল্যানেটেরিয়াম প্রদর্শনীর টিকিট: ১০০ টাকা
৫ডি মুভি থিয়েটারের প্রতিটি টিকিট: ৫০ টাকা
ভিআর কর্নারের টিকিট: ৫০ টাকা
ওয়েব ঠিকানা: www.novotheatre.gov.bd, www.novotheatre.portal.gov.bd  
ফোন: ৫৫০২৭৭৩৪

বু বু ওয়ার্ল্ডে আছে নানা আয়োজন

বু বু ওয়ার্ল্ড, চট্টগ্রাম:
স্থান: নগরের জামালখানে অবস্থিত বুবুওয়ার্ল্ড।
কী কী আছে: শিশুদের জন্য ক্লাইম্বিং, জাম্পিংসহ ২৫টি রাইড রয়েছে এখানে। বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্যও সুযোগ রয়েছে রাইডে চড়ার। এ ছাড়া খাবারের ব্যবস্থাও আছে। রাইডের টিকিটের মূল্য ৫০ থেকে ২৫০ টাকা।
ফেসবুক: https://www.facebook.com/kidsboobooworld  
ফোন: ০১৭৭৭৭৬৬০২২

সিলেটের ফানি ওয়ার্ল্ডের রঙচঙে সব খেলনা

ফানি ওয়ার্ল্ড, সিলেট:
স্থান: অষ্টম তলা (লিফটের ৭), আরবি কমপ্লেক্স, পূর্ব জিন্দাবাজার, সিলেট নগর।
খেলার ধরন: ছোট ও বড়দের জন্য ৪২টি বিভিন্ন ধরনের খেলা ও রাইড আছে। এ ছাড়া খেলায় জিতে পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে। রাইডগুলোর মধ্যে রয়েছে মিনি সুপার বাইক, হর্স রাইডিং, জিরাফ রাইড, সুইট ফ্রিজি, চেয়ার কার, এলিয়ন শিপ, সুপার রাইড, বাস্কেট বল, হেলিকপ্টার, ফাইটার প্লেন প্রভৃতি।
খোলা: শনি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা।
টিকিট: তিন ফুটের কম উচ্চতার শিশুদের জন্য প্রবেশ টিকিট লাগবে না। এ ছাড়া ফানি ওয়ার্ল্ডে প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা।
ফেসবুক পেজ: https://www.facebook.com/funnyworldsylhet
মোবাইল: ০১৭১২১০৯৪৫৩, ০১৭০৫২৩৭৪৪৮

প্লানেট পার্ক, বরিশাল
স্থান: নগরের বান্দ রোডে অবস্থিত।
টিকিটের মূল্য: প্রবেশ ফি ৩৫ টাকা। ভেতরে শিশুদের জন্য রয়েছে ৮টি রাইড। প্রতিটি রাইডের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা।
রাইডের ধরন: প্লেন, ট্রেন, হর্স রাইডার, সুপার চেয়ার, ফ্লাওয়ার কাপ, শান্তা মারিয়া, প্যাডেল বোট ও প্যারাট্রুপার। ঘুরে দেখার মতো নানা স্থান রয়েছে।
খোলা: সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।

খুলনার ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড

ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, খুলনা
শিশুদের ইনডোর থিম পার্ক এটি। এখানে শিশুদের সাঁতার শেখার জন্য রয়েছে সুইমিংপুল।
ঠিকানা: ১৫১, এম এ বারী রোড, সোনাডাঙ্গা, খুলনা (গল্লামারী-সোনাডাঙ্গা বাইপাস সড়কের হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে)।
টিকিটের মূল্য: প্রতি ঘণ্টার জন্য মূল্য ২০০ টাকা (সুইমিংপুল ছাড়া)। আর সাঁতার শেখার জন্য প্রতি ঘণ্টার মূল্য ২০০ টাকা।
খোলা: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ফেসবুক পেজ: https://www.facebook.com/FantasticWorldKhulna/
মোবাইল: ০১৭২৬৬১৩৫৮৮

রাজশাহীর নেক্সাস পার্ক

নেক্সাস পার্ক, রাজশাহী
ঠিকানা: চন্দ্রিমা থানা মোড়, রাজশাহী নগর।
খোলা: শিশুরা দুপুর ১২টা থেকে রাত ১১টার মধ্যে প্রবেশ করতে পারবে।
টিকিটের মূল্য: প্রবেশমূল্য ১০০-২৫০ টাকা। ১০০ টাকায় প্রবেশ করলে ইলেকট্রিক রাইড ব্যবহার করতে পারবে না।
রাইডের ধরন: বল পুল, টেম্পল, মেরি গো রাউন্ড, মোটরবাইক রেসিং, মিকি মাউস, ইলেকট্রিক ট্রেন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/profile.php?id=100087871677234&mibextid=ZbWKwL
ওয়েবসাইট: https://nexusparkbd.com/

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন
ফাইল ছবি

আউটডোর অ্যাক্টিভিটি

সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা:
কোথায়: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়লাগোয়া শাহবাগের কাছে।
কী আছে: একসময় রেসকোর্স ময়দান হিসেবে পরিচিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ এখান থেকেই দিয়েছিলেন। একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এখানেই মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তারই স্মারক হিসেবে এখানে ঠাঁই পেয়েছে শিখা চিরন্তন ও স্বাধীনতা টাওয়ার। আছে ২৭৩ ফুট দীর্ঘ একটি ম্যুরাল বা দেয়ালচিত্র।
সবুজের মাঝে: গাছপালায় ছাওয়া সবুজ এ উদ্যানে শিশুরা আপনমনে খেলতে পারে। আর খেলার ফাঁকে ফাঁকে ইতিহাস, ঐতিহ্যসমৃদ্ধ এসব স্থাপনা ঘুরে দেখতে পারে।
খোলা: উদ্যানটি সপ্তাহের প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন

ঐতিহ্যবাহী লালবাগ দুর্গ

লালবাগ দুর্গ, ঢাকা:
স্থান: প্রায় সাড়ে ৩০০ বছর আগের মোগল আমলের এ স্থাপনাটি পুরান ঢাকায় অবস্থিত।
কী আছে: কেন্দ্রস্থলে আছে দরবার হল ও হাম্মামখানা, পরীবিবির সমাধি, উত্তর–পশ্চিমাংশে শাহি মসজিদ। এ ছাড়া দক্ষিণ-পূর্বাংশে সুদৃশ্য ফটক ও দক্ষিণ দেয়ালের ছাদের ওপরে বাগান রয়েছে। ভেতরে একটি জাদুঘর আছে।
টিকিট মূল্য: মূল ফটকের বাইরে টিকিট কাউন্টার। বাংলাদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য জনপ্রতি ১০ টাকা। বিদেশিদের জন্য জনপ্রতি ১০০ টাকা। পাঁচ বছর পর্যন্ত শিশুরা টিকিট ছাড়াই ঢুকতে পারবে।
খোলা–বন্ধ: রোববার পূর্ণ দিবস ও সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলোতে এই কেল্লা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। সরকারি ছুটির দিনে কেল্লা বন্ধ থাকে। শুক্রবার জুমার নামাজের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ থাকে।
সময়সূচি: গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা। শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন

বেজক্যাম্প, চট্টগ্রাম:
আউটডোর অ্যাকটিভিটি প্রিয় বাচ্চারা পরিবারসহ ঘুরে আসতে পারবে নগরের ফয়’স লেকে বেজক্যাম্প থেকে। ক্লাইম্বিং, ট্রি টপ অ্যাকটিভিটি, জায়েন্ট সুইংসহ নানা অ্যাকটিভিটি রয়েছে এখানে। শিশুদের জন্য একই অ্যাকটিভিটি রয়েছে, তবে নিরাপদ উচ্চতায়। একজনের প্যাকেজে সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতাসহ খরচ হবে তিন হাজার টাকা।
ওয়েব ঠিকানা: www.foyslakebasecamp.com
ফেসবুক: https://www.facebook.com/foyslakebasecamp
ফোন: ০১৭৭৭৭০১৯৪৯

সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান

বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, সিলেট
স্থান: নগরের ধোপাদীঘির পাড় এলাকায় অবস্থিত। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা।
টিকিটের মূল্য: শিশু উদ্যানে ৩০ টাকার টিকিটে ১৮টি খেলার আয়োজন রয়েছে। নির্দিষ্ট তিনটি রাইডের টিকিটের মূল্য ৫০ টাকা। সব দর্শনার্থীকে ৩০ টাকার টিকিট কাটতে হবে।
খেলার ধরন: মেরি গো রাউন্ড, সুপার চেয়ার, জায়েন্ট হুইল, স্প্রিং হর্স, স্পেস শিপ, বাম্পার কার ও রোলার কোস্টার।
খোলা: সপ্তাহে সাত দিন খোলা। শুধু শুক্রবার বেলা দেড়টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং অন্যান্য দিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
মোবাইল: ০১৭১৯৩৫১৯১০, ০১৭১২৭৩৪৫৯১

বরিশালের ত্রিশ গোডাউন এলাকা

ত্রিশ গোডাউন, বরিশাল
কীর্তনখোলা নদীর সৌন্দর্য উপভোগ করতে আশপাশের মানুষ এখানে আসেন।
খাবার: বিভিন্ন দোকানে ফুচকা-চটপটি, চা, কোল্ড কফি, ভাজামাছ পাওয়া যায়। আছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের দোকানও। দামটাও সাধ্যের মধ্যে।
নৌভ্রমণ: সঙ্গে আছে নদীতে ভ্রমণের জন্য ট্রলার ও নৌকা। ঘণ্টা ২৫০ থেকে ৩০০ টাকায় এসব নৌকায় ঘুরে বেড়ানো যায় কীর্তনখোলা নদীতে।
উল্লাস বিনোদন পার্ক
খুলনা নগরের মুজগুন্নী এলাকায় তৈরি করা হয়েছে এই পার্ক। কাজ এখনো চলছে।
ঠিকানা: মুজগুন্নী মেইন রোড, খালিশপুর, খুলনা।
টিকিটের মূল্য: পার্কে প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা। আর ‘ইচিংবিচিংয়ে’ ঢুকতে লাগবে আরও ১০০ টাকার টিকিট।
মোবাইল: ০১৩৩৪৭৬৬৮৯০  

শহীদ জিয়া শিশুপার্ক, রাজশাহী
স্থান: বড় বনগ্রাম নওদাপাড়া, রাজশাহী। শহর থেকে অটোরিকশায় ১৫-২০ মিনিটে পার্কে যাওয়া যাবে।
খোলা: সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।
টিকিটের মূল্য: জনপ্রতি ৩০ টাকা। দুই বছরের নিচে বয়সীদের টিকিট লাগে না। রাইড ব্যবহার করলে ৪০ টাকা করে পৃথক টিকিট লাগবে।
খেলার ধরন: মেরি গো রাউন্ড, মিনি রেলকার, ফ্লুম রাইডস, স্কাই বাইক, সুপার সুইং,