সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমছবি: ডেইলি স্টারের কাছ থেকে পাওয়া

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ফজলুল করিম স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে আজ শনিবার ভোর ৪টা ৪৩ মিনিটে বিচারপতি ফজলুল করিম শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তাঁর ছেলে আহমদ নকিব করিম। তিনি প্রথম আলোকে বলেন, আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতির পদের মেয়াদ ৬৭ বছর পূর্ণ হওয়ায় ওই বছরের ২৯ সেপ্টেম্বর তিনি অবসরে যান।

এর আগে ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। ২০০১ সালের ১৫ মে আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি ফজলুল করিম। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৯ লিংকনস ইন থেকে বার অ্যাট ল অর্জন করেন। আইনে ডিগ্রি অর্জনের পর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। বিচারপতি ফজলুল করিম ১৯৮২ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।