নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়াতে হবে: সিইসি
নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থার সংকট থাকার বিষয়টি স্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মানুষের আস্থা বাড়াতে হবে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। সে কারণে আগামী নির্বাচনে সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করতে চায় নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সিইসি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি বলে উল্লেখ করেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক সংকট উদ্ভূত হওয়ার সম্ভাবনা স্তিমিত হয়ে যায়। আমরা কখনোই চাই না, নির্বাচনের আগে বা পরে নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক সংকট উদ্ভূত হোক। ১৯৭০ সালের নির্বাচনের রাজনৈতিক সংকটের কারণে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু সেটাও একটা সংকট ছিল।’
সিইসি বলেন, ‘আজকে এখানে আসার আগে সংবাদপত্র পড়ছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনব্যবস্থার ওপর জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছে। হয়তো সত্য নয়। কিছুটা সত্যও যদি এর ভেতরে থাকে, তাহলে কিন্তু এটা ভালো কথা নয়। মানুষের আস্থা বাড়াতে হবে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে।’
সবার পরিশ্রমে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘আজকে সেটা আমরা গেজেট করতে যাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দলিল। আমি আশা করি, এটা একটা নির্ভুল ভোটার তালিকা হবে। এটার ওপর নির্ভর করে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আয়োজন করতে পারব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।