রাষ্ট্রপতির অপসারণসহ চার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ঢাকা, ২২ অক্টোবরছবি: প্রথম আলো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণসহ চার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক)’ নামের একটি সংগঠন ‘বঙ্গভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি’ ব্যানারে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেছে।

‘সার্বভৌমত্ব রক্ষা কমিটির’ চার দফা দাবির মধ্যে রয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান বাতিল, বিপ্লবী জাতীয় সরকার গঠন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ১৪ দলকে নিষিদ্ধ করা।

সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বারকের অন্যতম সংগঠক মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। সেই আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বহু আগেই। তিনি বলেন, এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। দেশে বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং অবশ্যই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। মনিরুজ্জামান বলেন, ‘অবিলম্বে আমাদের সংবিধান সংস্কার করতে হবে, যে সংবিধানের দোহাই দিয়ে এত দিন স্বৈরতন্ত্র চলেছে।’

স্বার্বভৌমত্ব রক্ষা কমিটির সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী শাহ নেওয়াজ শুভ বলেন, ‘আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার কোনো সুযোগ রাখতে দিতে পারি না। আমরা তাদের (আওয়ামী লীগ) কোনো স্পেস (জায়গা) দিতে রাজি নই। একই সঙ্গে তাদের স্পেস দিতে চাওয়া রাষ্ট্রপতির অপসারণ আমরা চাই।’