চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির
চরমপন্থা যেদিক থেকেই আসুক, তাকে ঘৃণা করা এবং প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘যে রূপ নিয়েই আসুক, সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এ ব্যাপারে একমত হয়েছি।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের পর বেরিয়ে জামায়াতের আমির সাংবাদিকদের এ কথাগুলো বলেন। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি হয়।
শফিকুর রহমান বলেন, ভিন্নমত, ভিন্ন আদর্শ—এ সবকিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার। আগামী দিনের বাংলাদেশ গঠনে পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য। মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তাঁরা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলোর নিন্দা জানিয়েছি।’
জামায়াতের আমির বলেন, ‘একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা একমত থাকব। যেমন অতীতে ছিলাম। ৫ আগস্টেও যেমন ছিলাম।’
সমস্ত অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এ ক্ষেত্রে যার যা প্রয়োজনীয় পরামর্শ দেব। চরমপন্থা যেদিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। প্রশ্রয় দেব না, মেনে নেব না। যে রূপ নিয়েই আসুক, সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এ ব্যাপারে একমত হয়েছি।’
আমরা একমত হয়েছি: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে দেশের সব রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে।
মামুনুল হক আরও বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই একমত হয়েছি। বিশ্বে বাংলাদেশের যে সকল মিত্রদেশ রয়েছে, বিশেষভাবে চারপাশের যে সকল রাষ্ট্র থেকে ভারত তার পররাষ্ট্রনীতি নিয়ে উৎখাত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, সেই সব রাষ্ট্রের সঙ্গে সংহতি গড়ে তুলে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে।’
বাংলাদেশিদের আপাতত ভারত যাওয়া সমীচীন নয়: আবদুর রব
বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আবদুর রব ইউসুফী বলেন, আপাতত বাংলাদেশের কোনো নাগরিকের ভারতে যাওয়া সমীচীন নয়, এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
আবদুর রব ইউসুফী বলেন, ভারতীয় নাগরিকদের সবার ক্ষেত্রে তাঁদের আপত্তি নেই। তবে ইসকন নামে যে সংগঠন আছে, সেটা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো লোক যেন বাংলাদেশে আপাতত আসতে না পারে, সেটার কথা বলেছেন তাঁরা।
আবদুর রব ইউসুফী বলেন, ‘দেশে এসেই তাঁরা (ইসকন) শান্তিশৃঙ্খলাবিরোধী কাজ করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এ জন্য আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি।’