বরকত–রুবেলদের মামলা গেল জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে

ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকত
ফাইল ছবি

অবৈধভাবে আড়াই হাজার কোটি টাকা অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে দেওয়া সম্পূরক অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত সম্পূরক অভিযোগপত্রসহ মামলার নথিপত্র ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ বুধবার এই আদেশ দেন। আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বরকত ও রুবেলের বিরুদ্ধে মামলা করে সিআইডি। ২০২১ সালের ৩ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। তাতে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (বরকত), তাঁর ভাই ইমতিয়াজ হাসান (রুবেল), খন্দকার মোশাররফের ভাই খন্দকার মোহতেশাম (বাবর), সাবেক এপিএস এ এইচ এম ফুয়াদসহ ১০ জনকে আসামি করা হয়েছিল।

পরে আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়। তবে অভিযোগপত্রভুক্ত আসামিদের জবানবন্দিতে আরও অনেকের নাম উঠে আসে। কিন্তু তাঁদের বিষয় তদন্ত না করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০ স্বপ্রণোদিত হয়ে এ মামলার অধিকতর তদন্তের আদেশ দেন।

তদন্ত শেষে মামলায় সম্প্রতি আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে নতুন করে ৩৭ জনকে আসামি করা হয়। এ নিয়ে এ মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়াল ৪৭–এ। তাঁদের মধ্যে ফরিদপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাবেক নেতা এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই, একান্ত সহকারী (এপিএস) ও ঘনিষ্ঠজনেরা রয়েছেন।

নতুন করে যে ৩৭ জনকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের সাবেক এপিএস সত্যজিৎ মুখার্জি, কামরুল হাসান ওরফে ডেভিড, নিশান মাহমুদ, বিল্লাল হোসেন, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, অনিমেষ রায়, সামছুল আলম চৌধুরী, দীপক মজুমদার, শেখ মাহতাব আলী, সফিকুল ইসলাম, ফকির মো. বেলায়েত, গোলাম মোহাম্মদ নাসির, জামাল আহমেদ খান, বেলায়েত মোল্লা, আহসান হোসেন খান, অমিতাভ বোস, চৌধুরী মো. হাসান, জাফর ইকবাল, বরকতের স্ত্রী আফরোজা পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরুজ, সাহেব সরোয়ার, সাজ্জাদ হোসেন, স্বপন কুমার পাল, জাহিদ ব্যাপারী, খলিফা কামাল, নাফিজুল, রিয়াজ আহমদ, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান, মাহফুজুর রহমান, সুমন সাহা, আবদুল জলিল শেখ, রফিক মণ্ডল, আফজাল হোসেন খান, খন্দকার শাহিন আহমেদ ও আরিফুর রহমান ওরফে দোলন।