খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসক দল ঢাকায় এসেছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দেশে এসে পৌঁছেছেন। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে তাঁরা ঢাকায় এসে পৌঁছান। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
শামসুদ্দিন দিদার বলেন, চিকিৎসক দলের দুজন চিকিৎসক রাত পৌনে আটটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তাঁরা হলেন ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং ডা. হামিদ আহমেদ আবদুর রব। অপর চিকিৎসক ডা. ক্রিস্টোস জর্জিয়াডস রাত দুইটার (মধ্যরাতে) দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, বিশেষজ্ঞ দলে একজন হেপাটোলজিস্ট, একজন ইন্টারভেনশনিস্ট ও একজন নেফ্রোলজিস্ট থাকবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।