বিএনপি নেতা পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি, ধরা পড়লেন টাকাসহ

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা পরিচয়ে একটি ইটভাটায় চাঁদাবাজির সময় আটক ব্যক্তিছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা পরিচয়ে একটি ইটভাটায় চাঁদাবাজির অভিযোগে আবু জাফর (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা ৫০ হাজার নগদ টাকাও পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখিল এলাকার একটি ইটভাটা থেকে তাঁকে আটক করা হয়। আটক জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাউজান ব্রিকস ম্যানুফ্যাকচার (আরবিএম) নামে একটি ইটভাটায় গিয়ে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন আবু জাফর। একপর্যায়ে ইটভাটাটির মালিক এস এম শহিদুল্লাহ তাঁকে ৫০ হাজার টাকা চাঁদা দেন। আবু জাফর আরও টাকা দাবি করলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন ইটভাটা মালিক। খবর পেয়ে পুলিশ চাঁদার ৫০ হাজার টাকাসহ আবু জাফরকে হাতেনাতে আটক করেন। ইটভাটার মালিক দাবি করেছেন, এর আগেও ওই ইটভাটা থেকে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছিলেন আবু জাফর।

স্থানীয় বাসিন্দারা জানান, কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন আবু জাফর। জানতে চাইলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আবু জাফরের বিএনপিতে কোনো পদ-পদবি নেই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক আবু জাফরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।