সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মচারীদের

ছবি ভিডিও থেকে নেওয়া

কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন, বেতনবৈষম্য দূর করাসহ ৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’। বৃহস্পতিবার সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। বিস্তারিত পড়ুন...

মানহানি মামলায় জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

মানহানির মামলায় জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম (ঊর্মি)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

চিন্ময় বহিষ্কৃত, তাঁর বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়, বলেছেন সংগঠনটির নেতারা

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তাঁর বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...

দেড় যুগ আগে লগি-বইঠা দিয়ে জামায়াতের চারজনকে পিটিয়ে হত্যায় মামলা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মামলার প্রধান আসামি করা হয়েছে
ফাইল ছবি: বাসস

দেড় যুগ আগে রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় এ হত্যা মামলা করেন মো. ছোবেদার আলী নামের এক ব্যক্তি। বিস্তারিত পড়ুন...

কাশী, মথুরা ও সম্ভলের পর এবার আজমির শরিফের জায়গায় মন্দির ছিল বলে দাবি হিন্দুত্ববাদীদের

ভারতের রাজস্থানের আজমির শরিফে ভক্তদের ভিড়
ফাইল ছবি-এএনআই

ভারতের উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদে সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে হিংসা ও বিতর্কের মধ্যেই রাজস্থানের আজমির শরিফ দরগাহ নিয়ে কট্টর হিন্দুত্ববাদীরা নতুন প্রশ্ন তুলে দিলেন। তাঁদের দাবি, সেখানে খাজা মইনুদ্দিন চিশতি দরগাহটি এক শিবমন্দিরের ওপর গড়ে তোলা হয়েছিল। বিস্তারিত পড়ুন...