সন্দ্বীপ আওয়ামী লীগের আরও তিন নেতাকে দল থেকে অব্যাহতি
বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের পর তাঁর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া আরও তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ তাদের কমিটির তিন নেতাকে অব্যাহতি দেয়।
সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিদ্রোহী প্রার্থী মো. রফিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় এই তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত তিন নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আকবর, নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও মিজানুর রহমান।
এর আগে গত বুধবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ রফিকুল ইসলামকে বহিস্কার করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় তিন নেতাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের দল থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়।
সন্দ্বীপ উপজেলার চেয়ারম্যান পদে উপনর্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন দলীয় মনোনয়ন পান। তাঁর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হন মো. রফিকুল ইসলাম। রফিকুল উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁকে বুধবার জেলা আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করে। একই দিন উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রাজীবুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটতে সুপারিশ পাঠানো হয়।
২৫ মে সন্দ্বীপ উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।